বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মায় জেলের জালে সাড়ে ১২ কেজির বোয়াল

  • প্রতিনিধি, মানিকগঞ্জ    
  • ২৬ জুন, ২০২৩ ১১:৫৪

জেলে শ্যামল হালদার জানান, রোববার মধ্যরাতে জালে মাছটি ধরা পড়ে। এরপর সোমবার সকালে মাছটি বিক্রিয়ের জন্য স্থানীয় আন্ধারমানিক আড়তে নিয়ে গেলে মাছটি মাপা হয় এবং সাড়ে ১২ কেজি ওজন হয় বোয়াল মাছটির। এরপর স্থানীয় মেম্বার ও আড়তদার সুমন রাজবংশী রাধু ১৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

উপজেলার হারুকান্দির ইউনিয়নের ভেলাবাদা এলাকায় রোববার মধ্যরাতে পদ্মা নদীতে জেলে শ্যামল হালদারের ভেশালে (মাছ ধরার জাল) মাছটি ধরা পড়ে।

এরপর সোমবার সকালে স্থানীয় আন্ধারমানিক আড়তে ১৩ হাজার ২০০ টাকায় সাড়ে ১২ কেজি ওজনের মাছটি বিক্রি করা হয়।

জেলে শ্যামল হালদার জানান, রোববার মধ্যরাতে জালে মাছটি ধরা পড়ে। এরপর সোমবার সকালে মাছটি বিক্রিয়ের জন্য স্থানীয় আন্ধারমানিক আড়তে নিয়ে গেলে মাছটি মাপা হয় এবং সাড়ে ১২ কেজি ওজন হয় বোয়াল মাছটির। এরপর স্থানীয় মেম্বার ও আড়তদার সুমন রাজবংশী রাধু ১৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

সুমন রাজবংশী রাধু বলেন, ‘পদ্মার নতুন পানি হওয়ায় মাছটি খেতে সুস্বাদু হবে, এজন্য মাছটি কিনেছে। নতুন পানির মাছ দেখে বাড়ির লোকজনও খুশি হবে। তাও আবার বড় বোয়াল। দাম একটু বেশি মনে হলেও মাছ কিনে ভালো লেগেছে।’

এ বিভাগের আরো খবর