নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই প্রাথমিক স্কুলের শিক্ষার্থী।
রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।
মৃত স্কুল শিক্ষার্থীরা হলো- রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার, নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার, হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা রূপগঞ্জের হোরগাঁও এলাকার ভাড়া বাড়িতে পরিবারের সাথে থাকতো।
নিহতদের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ও তিন শিক্ষার্থী গোসল করতে যায়। তাদের হাতে প্লাস্টিকের জগ ছিল। তারা কেউই সাঁতার জানত না। তাদের একজন প্রথমে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দুইজনও পুকুরে পড়ে যায়। তারা পানিতে ডুবে যাওয়ার সময় প্রতিবেশিরা দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা সবাই হোরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘এটি একটি দূর্ঘটনা। নিহত তিন শিশুর মরদেহ হাসপাতাল থেকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’