থানার মধ্যেই ঘুষ নেয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গাইবান্ধা সদর থানা পুলিশের এসআই মানিক রানা ক্লোজড হয়েছেন। শনিবার তাকে ক্লোজ করা হয়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘টাকা লেনদেনেরর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সদর থানার এসআই মানিক রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
১৮ জুন জেমস রবার্ট (James Robart) নামের একটি ফেসবুক আইডি থেকে প্রথম ওই ভিডিওটি ছাড়া হয়। পরে আইডিতে আইডিতে ঘুরতে থাকে ওই ভিডিও।
ভিডিওটিতে দেখা যায়, দ্রুত হেঁটে থানার এসআইদের বসার কক্ষে প্রবেশ করেন এসআই মানিক। সেখানে চেয়ারে বসে দুই দফায় টাকা নিয়ে তার জামার বুক পকেটে রাখেন। ভিডিওতে টাকা গ্রহণের সময় তার নেচিবাচক দৃষ্টভঙ্গিও লক্ষ্য করা যায়। টাকা নিয়ে তিনি দাতাকে হাতের ইশারায় বসতে বলে উঠে যান।
এর আগে গত ১৪ জুন সদর থানা পুলিশের ঘুষ বাণিজ্যসহ একাধিক অভিযোগ তুলে মানববন্ধন করে গাইবান্ধা প্রেসক্লাব। ওই মানববন্ধনে এসআই মানিক রানাসহ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন সাংবাদিকরা। এর চারদিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত মানিক রানা টাকা নেয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
এসআই মানিক রানা তিন মাস আগে জেলার পলাশবাড়ি থানা থেকে সদর থানায় বদলি নিয়ে আসেন। এর আগে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।