বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেমরায় ক্রেন ছিঁড়ে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ জুন, ২০২৩ ১৭:৩১

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা নিউজবাংলাকে জানান, নির্মাণাধীন ভবনের সাত তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ঢালাইয়ের কনক্রিট ক্রেন দিয়ে তোলার সময় সেটি ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়ে।

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের সময় রশি ছিঁড়ে ক্রেন শ্রমিকদের ওপর পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে পাড় কোদালধোয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জাফর, মো. মিজান ও মো. মোস্তফা।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা নিউজবাংলাকে জানান, নির্মাণাধীন ভবনের সাত তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ঢালাইয়ের কনক্রিট ক্রেন দিয়ে তোলার সময় সেটি ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যান। আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি বলেন, ‘লোকমুখে শুনেছি তিনিও (আহত শ্রমিক) মারা গেছেন। তবে সেটা এখনও নিশ্চিত নই। আমরা তাকে খুঁজছি। তিনি কোন হাসপাতালে আছেন, সেটা খুঁজে পেলে সঠিক তথ্য দিতে পারব।’

এ ঘটনায় এখনও মামলা হয়নি। তিনজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর