বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শামিন গ্রেপ্তারে জঙ্গিবাদের একটি অধ্যায়ের সমাপ্তি দেখছে সিটিটিসি

  •    
  • ২৪ জুন, ২০২৩ ১৬:৩৯

ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘শামিন মাহফুজ বাংলাদেশে জঙ্গিবাদের অনেকগুলো পর্যায়ে জড়িত। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পাব, যেগুলো ভবিষ্যতে জঙ্গিবিরোধী কার্যক্রমে আমাদের জন্য অনেক অনেক সহায়ক হবে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে জঙ্গিবাদের একটি অধ্যায় সমাপ্ত হবে।’

পুরোনো জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের নিয়ে সৃষ্টি হয় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। নতুন সংগঠনের আধ্যাত্মিক নেতা ও প্রধান শামিন মাহফুজকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের একটি অধ্যায়ের সমাপ্তি হবে বলে আশা প্রকাশ করছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে তিনি নিউজবাংলাকে বলেন, ‘শামিন মাহফুজ বাংলাদেশে জঙ্গিবাদের অনেকগুলো পর্যায়ে জড়িত। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পাব, যেগুলো ভবিষ্যতে জঙ্গিবিরোধী কার্যক্রমে আমাদের জন্য অনেক অনেক সহায়ক হবে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে জঙ্গিবাদের একটি অধ্যায় সমাপ্ত হবে।’

সিটিটিসি জানায়, শুক্রবার রাজধানীর ডেমরা থেকে শামিন মাহফুজ ও তার স্ত্রী নাসরিনকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ আইইডি বানানোর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

যেভাবে জঙ্গিবাদে শামিন

সিটিটিসি জানায়, রংপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন শামিন। এসএসসিতে রাজশাহী বোর্ডে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। কলেজে থাকা অবস্থায় ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানার পর তাকে বহিষ্কার করে। অন্য একটি কলেজ থেকে এইচএসসিতে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তখনকার জঙ্গি সংগঠন জমিয়েতুল মুসলিমিনের দাওয়াত পেয়ে যুক্ত হন তিনি। সংগঠনটির পরবর্তী রূপ আনসার আল ইসলাম।

মো. আসাদুজ্জামান বলেন, ‘বড় ভাইয়ের ছেলে শরীফের মাধ্যমে জমিয়েতুল মুসলিমিনের দাওয়াত পান শামিন। ২০০৭ সাল থেকে এই সংগঠনের আধ্যাত্মিক নেতা জসিমউদ্দিন রাহমানীর সংস্পর্শে আসেন। তারেক সোহেল, এজাজ কারগিল, শামীম, সাখাওয়াত শফিক— যারা ওই সময়ের শীর্ষ নেতৃত্ব, তাদের সঙ্গে যোগাযোগ হয়।’

শামিন মাহফুজকে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের বরাতে সিটিটিসির প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন শামীন মাহফুজ। শিক্ষকতা করাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার জন্য এনরুলমেন্ট হয়। তার সাবজেক্ট ছিল পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীর জীবনযাপন। ইচ্ছে করেই এই বিষয়টি বেছে নেয়, যাতে পিএইচডির আড়ালে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পসহ একটি আস্তানা করা যায়।’

‘কারাগারে বসে পরিকল্পনা’

শামিন মাহফুজকে গ্রেপ্তারের পর সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান জানান, এ নিয়ে তিনবার গ্রেপ্তার হয়েছেন শামিন মাহফুজ। ২০১১ সালে বিজিবি তাকে বিপুল পরিমাণ আইইডি তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে। জেল থেকে ছাড়া পেয়ে একই কার্যক্রম অব্যাহত রাখেন। দ্বিতীয়বার ২০১৪ সালে ডিবি তাকে গ্রেপ্তার করে। তাকে রাখা হয় কাশিমপুর কারাগারে।

তিনি বলেন, ‘কারাগারে থাকাকালীন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া প্রতিষ্ঠা করার পরিকল্পনা হয়। কারাগারে তিনি আটক হুজি ও জেএমবির শীর্ষ নেতৃত্বের সংস্পর্শে আসেন। তার মধ্যে অন্যতম জেএমবির মাওলানা সাইদুর রহমান, হুজির হাফেজ ইয়াহিয়া, আবু সাঈদ, মুফতি হান্নান। তারা যৌথভাবে সিদ্ধান্ত নেয়। সংগঠনের প্রথম আমির রক্সিও তখন জেলে ছিল।

‘জেলে আটক জঙ্গিরা জানতেন, শামিন ও রক্সি দ্রুত জেল থেকে ছাড়া পাবেন। তাদের দায়িত্ব দেয়া হয় হুজি, জেএমবি, আনসার আল ইসলামসহ সকল জঙ্গিকে নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। ২০১৭ সালে রক্সি জামিন পান, ২০১৮ সালে শামীন জামিন পান। বের হয়ে তারা নতুন জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ শুরু করেন। তখনও সংগঠনের নামকরণ করা হয়নি। প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে থাকে। শামীম পার্বত্য এলাকাকেন্দ্রিক আস্তানা গড়ার জন্য কাজ করতে থাকে। রক্সি সমতলে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। ২০১৯ সালে রক্সিকে আমির নিয়োগ করে।’

নাথান বম ও শামিনের সম্পর্ক

পাবর্ত্য অঞ্চলের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান লনচেও বম। শামিন ও নাথান বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু।

সিটিটিসির প্রধান বলেন, ‘কুকি-চিনের প্রধান নাথান বম, শামিনের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। শামিন এসএম হলে ও নাথান বম থাকতেন জগন্নাথ হলে। সূদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে নাথান বমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন শামিন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে নাথান বমের সঙ্গে পাহাড়ি অঞ্চলে পরিদর্শনে গিয়েছেন।

‘এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে জঙ্গি সংগঠন সৃষ্টি ও সদস্যদের সশস্ত্র জিহাদের জন্য প্রস্তুত করতে ট্রেনিং ক্যাম্প করার প্রস্তাব দেন শামিন। সেই প্রস্তাবের অংশ হিসেবে ২০২০ সালে কক্সবাজারে বে ওন্ডার্স নামে হোটেলে বসে তারা একটি সমঝোতা করেন।’

সিটিটিসির প্রধান বলেন, ‘হাতে লেখা সমঝোতা স্মারকটি উদ্ধার করা সম্ভব হয়েছে। দুই পৃষ্ঠার স্মারকে কীভাবে ট্রেনিং ক্যাম্প হবে এবং পরস্পর কীভাবে সহযোগিতা করবে তা বিস্তারিত উল্লেখ আছে।’

তিনি বলেন, ‘তখন থেকেই সংগঠনে প্রশিক্ষণ যাত্রা শুরু। ২০২১ সালে প্রথম সিলেট থেকে ছয় তরুণ নিখোঁজ হয়। তাদের অবস্থান শনাক্ত করা যায়নি। পরবর্তী সময়ে জানতে পারি, ২০২১ সালের এপ্রিল মাসে ১২ জন সদস্যকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সেটা ছিল কেএনএফ ক্যাম্পের কাছে।

‘এই ক্যাম্পের নাম দিয়েছিল কেটিসি ক্যাম্প। ২০২২ সালের শুরুর দিকে ত্রিশের অধিক, সর্বশেষ কুমিল্লা থেকে সাত তরুণ নিখোঁজ হন। তখন ১৫ থেকে ২০ জনের একটা গ্রুপ ট্রেনিং ক্যাম্পে যায়।’

সিটিটিসির প্রধান বলেন, ‘২০২২ সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ ক্যাম্পে বসেই নতুন জঙ্গি সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। শামিন মাহফুজের প্রস্তাব মতেই সংগঠনের নামকরণ করা হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। সকলে একটাকে সমর্থন করে। ২০২১ সালে রক্সি গ্রেপ্তার হয়। তিনি ছিলেন প্রথম আমির। তাকে গ্রেপ্তারের পর আনিসুল ইসলাম ওরফে মাহমুদ ওরফে তমালকে ভারপ্রাপ্ত আমির হিসেবে নিয়োগ দেয়।’

নেতৃত্ব পাওয়া প্রায় সবাই গ্রেপ্তার

নামকরণ করার পর শুরা কমিটি গঠন করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। শুরা কমিটির দায়িত্ব পাওয়া প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান।

তিনি বলেন, ‘২০২২ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক নাম নিয়ে আত্মপ্রকাশ করে। তখন একটি শুরা কমিটি গঠন করা হয়। বিভিন্নজনকে দায়িত্ব দেয়া হয়। মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখকে নায়েবে আমির নিযুক্ত করা হয়, যাকে আমরা গ্রেপ্তার করেছি। ডা. শাকেরকে আমরা গ্রেপ্তার করেছি, যিনি কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক ছিলেন।

‘তিনি দাওয়া বিভাগের প্রধান ছিলেন। আইটি বিভাগের প্রধান করা হয় সাকিব বিন কামালকে। তাকেও আমরা গ্রেপ্তার করেছি। অর্থ বিভাগের দায়িত্ব দেয়া হয় রাকিবকে। মাইমুনকে সামরিক বিভাগের দায়িত্ব দেয়। আমরা প্রথম অভিযান শুরু করলে এই ক্যাম্পের সন্ধান পাই। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে অভিযানের সিদ্ধান্ত নেয়।’

নাথান বম সবাইকে নিয়ে আত্মসমর্পণ করার একটি প্রস্তাব শামিন মাহফুজকে দিয়েছিলেন বলে জানতে পেরেছে সিটিটিসি। শামিনকে গ্রেপ্তারের পর একটি গোপন কথোপকথন পায় তদন্ত কর্মকর্তারা।

সেই কথোপকথনের বরাতে সিটিটিসির প্রধান বলেন, ‘সেই কনভারসেশনে দেখা যায়, দ্বিতীয় আমির, শুরা কমিটির সদস্য পাশাপাশি নাথান বম তাদের দলবল নিয়ে আত্মসমর্পণের জন্য শামিন মাহফুজকে প্রস্তাব দেয়। শামিন মাহফুজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তিনি নির্দেশ দেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তারই নির্দেশে বিভিন্ন সময় অভিযানে সশস্ত্র জঙ্গি সংগঠন ও কুকি-চিন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছিল।’

সিটিটিসির প্রধান বলেন, “শামিন মাহফুজ নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধ হবে আক্রমণাত্মক। রক্ষণাত্মক নয়। কোট করে বলতে গেলে, ‘শামিন মাহফুজ বলেছিল, ওরা আক্রমণ করলে ওদের এমন ধাওয়া করবেন যেন একটাও পালিয়ে না বাঁচতে পারে। যুদ্ধ হবে আক্রমণাত্মক; রক্ষণাত্মক নয়।’ এই নির্দেশনায় তারা আত্মসমর্পণ থেকে ফিরে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

‘রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ছিল উদ্দেশ্য’

শামিনের সংগঠন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে চেয়েছিল জানিয়ে সিটিটিসির প্রধান সংবাদ সম্মেলনে বলেন, ‘তারা মনে করে, যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কাজ করে, তারা মুরতাদ। তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ, সশস্ত্র যুদ্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এমন একটা প্রস্তুতি নিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিল। দেশের অনেক যুবককে বিভ্রান্ত করে প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।

‘পরবর্তী সময়ে সকল শীর্ষ জঙ্গি গ্রেপ্তার হলেও মূল ব্যক্তি অধরা থেকে গিয়েছিল। আমরা শুরু থেকেই বলছিলাম, শামিনকে না ধরা পর্যন্ত এই সংগঠনের উদ্দেশ্যের বিষয়ে স্পষ্ট হতে পারব না। আমরা তাকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছি।’

এ বিভাগের আরো খবর