ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যু হয়েছে।
ঢামেকের জরুরি বিভাগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো হাজতি ৩৪ বছর বয়সী মো. রাসেল।
হাজতি রাসেলকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আল আমিন জানান, শনিবার সকালের দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত বলে জানান।
হাজতি রাসেল কোন মামলার হাজতি হিসাবে কারাবন্দি ছিলেন তা জানাতে পারেননি ওই কারারক্ষী।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।