মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণ পাইকসা গ্রামে সাপের ছোবলে মো. নাসিম নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বসতঘরে বিষধর সাপ দংশন করে সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাসিমকে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নাসিম ব্রাহ্মণ পাইকসা গ্রামের রহমত উল্লাহর ছেলে।
শ্রীনগরের কোলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি জানান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রাতে ঘরের দরজার সামনে বসে ছিল স্কুলছাত্র। ওই সময় বিষধর সাপ তাকে দংশন করে। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে ঢামেকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।