ঈদুল আজহার সপ্তাহখানেক আগে মেহেরপুরের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। কয়েক ঘণ্টার ব্যবধানে শুক্রবার পণ্যটির দাম বেড়ে কেজিতে বিক্রি হয় ২৪০ থেকে ২৬০ টাকায়।
জেলার ঐতিহ্যবাহী বামন্দী পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে কাঁচামরিচের জোগান কম ছিল। সকালের দিকে কেজিতে পণ্যটি বিক্রি হয় ১৭০ টাকা দরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোগান বাড়লেও কমেনি দাম। দুপুর ১২টার দিকে এক কেজি কাঁচামরিচ কিনতে ২৬০ টাকা গুনতে হয় ক্রেতাকে।
ক্রেতা, বিক্রেতা ও চাষির ভাষ্য
বামন্দী বাজারে কাঁচামরিচ কিনতে আসা স্কুলশিক্ষক লাল্টু হোসেন বলেন, ‘আমি বামন্দী বাজারে এসেছিলাম কোরবানির পশু কিনতে। সেই সঙ্গে সবজি বাজার সেরে নেব মনে করেছি। কাঁচামরিচের দাম শুনে মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা।
‘আধা কেজি মরিচের দাম বলে ১৩৫ টাকা। অথচ গতকাল সকালে আমাদের গ্রামের চাষিরা পাইকারি কাঁচামরিচ বিক্রি করেছে ১১৫ টাকা করে।’
বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, ‘আজ সকালে শুরুর দিকে কাঁচামরিচ হঠাৎ ১৭০ টাকা কেজি দরে আমদানি শুরু হয়। আর ঘণ্টাখানেক পর থেকে দাম বাড়তে থাকে। বতর্মানে তা বেড়ে ২৬০ টাকায় ভিড়ে গেছে।’
তিনি জানান, এ সময়ে স্থানীয় পর্যায়ে কাঁচামরিচ উৎপাদন কম হয়। ফলে অন্য জায়গা থেকে বেশি দামে পণ্যটি আনতে হয়। এ কারণে স্থানীয় বাজারে দাম বেড়ে যায়।
চাষি এখলাছ হোসেন বলেন, ‘গতকাল পর্যন্ত আমরা স্থানীয় পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি করেছি ১১৫ টাকা কেজিতে। আর আজ সকালে বামন্দী সবজি বাজারে এসে শুরুর দিকে দাম পেয়েছি ১৭০ টাকা করে। আর বেলা গড়ার সাথে সাথে তা বেড়ে ২৬০ টাকা করে বিক্রি হচ্ছে।’