বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ জুন, ২০২৩ ১৫:১৯

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙ্গে নিচে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুই শ্রমিক হলেন ৩০ বছর বয়সী মো. রবিউল ইসলাম ও ২৯ বছর বয়সী মো. সুমন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর জেলার কড়াইকাটায়।

গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে আসা তৌফিক জানান, বাড্ডা আফতাব নগর জি ব্লকের ৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলার সাইডে মাচা বেঁধে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙ্গে তারা নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে রবিউল ও সুমনকে মৃত বলে জানান। এ ঘটনায় আহত আরও দুজন কামাল ও সাঈদ ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর