রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই চমক দেখিয়েছেন ট্রান্সজেন্ডার হিজড়া জনগোষ্ঠীর সুলতানা আহমেদ সাগরিকা।
আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর জোনের (১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ী হয়েছেন তিনি।
সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের একটি সংঘের সাধারণ সম্পাদক।
জয়ের পর প্রতিক্রিয়ায় সাগরিকা বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব।
‘ওয়ার্ডে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করব, সবাইকে পাশে চাই।’
সাগরিকা জানান, হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি। আগের ক্লাসগুলোতেও নানা কটূ কথা শুনতে হয়। শেষমেশ বাড়িও ছাড়তে হয়। এরপর নানা সংগ্রামে কেটেছে জীবন।