রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায়। এখন চলছে গণনা।
বেসরকারিভাবে এখন পর্যন্ত ৯৬ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬২০ ভোট।
তাছাড়া জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৭৪ ভোট। গোলাপফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার পেয়েছেন ৭ হাজার ৬২০ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী নির্বাচনের আগে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও তার হাতপাখা প্রতীকে পড়েছে ৮ হাজার ৬১৮ ভোট।
রাজশাহী সিটিতে সাধারণ ৩০টি ওয়ার্ডে ১১২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।