বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিতে উঠানে খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ২১ জুন, ২০২৩ ১৪:২০

রানীনগর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।   

নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন ১০ বছর বয়সী সামিউল ইসলাম ও ৫ বছর বয়সী রিফাত হোসেন রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রানীনগর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাতে থাকে। বৃষ্টিতে ভিজে বাড়ির উঠানে সামিউল এবং রিফাত দুই ভাই খেলা করছিল। ওই সময় বজ্রপাতে তাদের দুইজনকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাদেরকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

তিনি আরও জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর