ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা লোকজন ভোটচোর বলে মন্তব্য করে আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইজারল্যান্ড সফর নিয়ে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সরকারপ্রধান বলেন, ‘দুঃখ লাগে, যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিলেন, আজ তারাই ভোটচোর বলে। যারা আমাদের ভোটচোর বলে, তারা তো ভোটডাকাত। তারা ডাকাতি করে জনগণের ভোট কেড়ে নেয় আর আমি জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ছবিসহ ভোটার তালিকা আছে। তাদের মতো তো ভুয়া ভোটার নেই।
‘সংবিধান অনুযায়ী ভোট হবে। জনগণ যদি ভোট দেয়, তাহলে আছি। না হলে নাই। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।’
আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘১৯৭৫ সালের পর দেশে কোনো ভোটের অধিকার ছিল না। সব এক জায়গায় বন্দি করে রাখা হতো।
‘আমরাই জনতার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। যারা এর বিরুদ্ধে বলছে, তারা তো জনগণের কাছে যায় না।’