বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বালুর নিচে ছিল ২৬০০ কেজি চিনি

  • প্রতিনিধি, শেরপুর    
  • ২১ জুন, ২০২৩ ১০:৫৩

শেরপুর সদর থানার ওসি বশির আহমেদ বাদল জানান, চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোনো এক ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে ৷ ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

শেরপুর শহরে বালুর ঢিবির নিচ থেকে ৫২টি বস্তায় ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

পৌরশহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে এ চিনি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল জানান, শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে কোনো এক ব্যবসায়ী গোপনে অবৈধভাবে চিনি মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানার পুলিশ। এসময় ফরহাদ হোসেনের ভাড়া জমিতে ত্রিপলে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে পঞ্চাশ কেজি ওজনের ৫২টি বস্তায় ২৬০০ কেজি চিনি উদ্ধার করা হয়। কে কি উদ্দেশ্যে চিনি মজুত করেছিল তা জানা না গেলেও মো. তজু নামে এক ট্রলিচালকের ট্রলিতে ওইসব চিনির বস্তা এসেছে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।

তিনি আরও জানান, চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোনো এক ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে ৷ ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর