বাকিতে সিঙ্গাড়া বিক্রি না করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামে হোটেল মালিকের শরীরে গরম তেল ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় তাকে তাকে উদ্ধার করে উপজেলার ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে। পেশায় পুরি-সিঙ্গাড়ার হোটেল মালিক তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, উপজেলার টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়ার একটি পুরি-সিঙ্গাড়ার দোকান রয়েছে। ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার রাত আটটার দিকে রিপন মিয়ার দোকানে পুরি-সিঙ্গাড়া খেতে যান। এসময় বাকিতে সিঙ্গাড়া না দেয়ায় তাকে গালমন্দ করেন রাব্বী। একপর্যায়ে জলন্ত চুলার ওপরে রাখা কড়াইয়ের গরম তেল ঢেলে দেয় তার শরীরে।
এসময় রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আর্তচিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে রিপনকে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক আতাউর রহমান বলেন, ‘পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রাব্বী মাদকসেবী বলে জানা গেছে। ঘটনার পরপরই সে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।’