বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে কেন্দ্রের ভেতরে পানি, ভোটগ্রহণ কীভাবে!

  • প্রতিবেদক, সিলেট   
  • ১৯ জুন, ২০২৩ ১৯:২৫

সিসিক নির্বাচনে মোট ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৪/৫টি কেন্দ্রে সোমবার পানি ঢুকে পড়ে। আরও কয়েকটি ভোটকেন্দ্রের মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি অব্যাহত থাকায় আরেও কয়েকটি কেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সিলেটে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এতে নগরের অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সৃষ্টি হয়েছে বন্যার শঙ্কাও। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণে সমস্যা দেখা দিতে পারে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে বুধবার। অথচ ইতোমধ্যে কয়েকটি ভোটকেন্দ্রের ভেতরে থৈ থৈ করছে বৃষ্টির পানি। এ অবস্থায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি ভোটকেন্দ্র বদলে নির্বাচন কমিশনকে (ইসি) বাধ্য করে কীনা তা-ও দেখার বিষয়।

সিসিক নির্বাচনে মোট ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৪/৫টি কেন্দ্রে সোমবার পানি ঢুকে পড়ে। আরও কয়েকটি ভোটকেন্দ্রের মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি অব্যাহত থাকায় আরেও কয়েকটি কেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের ভার্তখলা এলাকার নছিবা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও পাশের আরেকটি প্রাথমিক বিদ্যালয় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষের ভেতরেও পানি ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে কুমারগাঁও এলাকার মইয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। এই তিনটি বিদ্যালয়কেই সিটি নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে ইসি।

পানি উঠে যাওয়ায় এসব কেন্দ্রে কীভাবে ভোটগ্রহণ করা হবে- এমন প্রশ্নে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘সিলেটে চার/পাঁচদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে ৪/৫টি কেন্দ্রের মাঠে পানি উঠেছে। তবে কোনো কেন্দ্রের ভেতরে পানি প্রবেশের খবর আমরা পাইনি।

‘আজও আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তারা সব কেন্দ্র পরিদর্শন করেছেন। যেসব কেন্দ্রের মাঠে পানি প্রবেশ করেছে সেগুলোর পানি নিষ্কাশন করে বালু ফেলে ভোটারদের দাঁড়ানোর উপযোগী করতে সিটি করপোরেশনকে বলেছি। তারা এ ব্যাপারে কাজ করবে।’

ফয়সল কাদের বলেন, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। মঙ্গলবার সকাল ১১টায় আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হবে।

‘আর সিসি ক্যামেরা লাগানোর কাজ আজই (সোমবার) শেষ হব। মোট ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৩৬৭টি কক্ষ ও কক্ষের আশপাশে ১৬শ'র বেশি সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।’

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে দপুর ১২টা পর্যন্ত ১১১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভোটের দিনও বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

এ বিভাগের আরো খবর