আদালতের নির্দেশে এবার নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল তথা বাংলাদেশ জাসদ। দলটির নির্ধারিত প্রতীক মোটরসাইকেল।
এর ফলে ইসির নিবন্ধন পাওয়া দলের সংখ্যা দাঁড়াল ৪২টিতে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আদালতের নির্দেশে তারা নিবন্ধন পাচ্ছে।’
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, রোববার ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভেঙে একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। বর্তমানে দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
২০০৮ সাল সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে। নিবন্ধন পাওয়ার পর পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুনের মধ্যে নতুন দলের নিবন্ধন বিষয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়তে পারে। ১২টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে টিকে চূড়ান্ত নিবন্ধন পাওয়ার অপেক্ষা আছে।
নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মহানগর থানার প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সংবলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হবে।