বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহজালালে পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৮ জুন, ২০২৩ ২৩:৪০

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডার্সমেন্টের মাধ্যমে প্রতারণার সময় হাতেনাতে নামে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

আটক ইমন সরদারের বাড়ি রাজবাড়ী।

মোহাম্মদ জিয়াউল হক জানান, ইমন বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থান করছিলেন। দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন তিনি।

তিনি জানান, এ সময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন।

জিয়াউল হক জানান, ইমনের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের একটি সিল জব্দ করা হয়, যেখানে লেখা ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড। এছাড়া একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়।

যাত্রীরা জানান, এয়ার এরাবিয়া বিমানে যাত্রী রিয়াদ ও বাচ্চু বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেয়া হলেও প্রতারক তাদেরকে ৫০০ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি।

ইমন সরদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।

এ বিভাগের আরো খবর