বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এই সরকারের সময়ে দেশ শ্মশানে পরিণত হয়েছে: জিএম কাদের

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ১৮ জুন, ২০২৩ ১৯:৪৭

মুন্সীগঞ্জে সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে এসে দেশ শ্মশানে পরিণত হয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় সরকারের কাছে খারাপ ছিলো, এখন তাদেরই দ্বারস্থ হচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় সরকারের কাছে খারাপ ছিলো, তাদেরই দ্বারস্থ হচ্ছে সরকার।

রোববার মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে এই সম্মেলনের আয়োজন করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে এসে দেশ শ্মশানে পরিণত হয়েছে। একের পর এক মেগা প্রজেক্ট নেয়া হচ্ছে চুরি করার জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

‘বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। আর বর্তমানে করা বীর মুক্তিযোদ্ধার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা যুদ্ধ করেননি।’

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা এ এফ এম আরিফউজ্জামান দিদার, হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।

এ বিভাগের আরো খবর