চলতি বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর অগ্রগতির ব্রেন্ডিং বিষয়ক সেমিনারে এ কথা জানান সেতুমন্ত্রী।
এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে আগামী জুলাই মাসে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে।
এদিকে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব গড় অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ৭৬ শতাংশ। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী জনসম্মুখে শুভ উদ্বোধন করেন। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৩২ শতাংশ। আগামী অক্টোবর মাসে এই অংশের শুভ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫ দশমিক ৩৭ শতাংশ। ২০২৫ সালের জুনে এই অংশে উদ্বোধন করা যাবে বলে আশা করা যাচ্ছে। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৮৯ দশমিক ৭১ শতাংশ।