বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিটামিন ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

  • প্রতিনিধি, চুয়াডাঙ্গা   
  • ১৮ জুন, ২০২৩ ১৩:২২

পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির কাছে পোলিও টিকা কেন্দ্র থেকে ক্যাপসুল খায় লামিম। বাড়িতে ফেরার সময় দ্রুতগতির বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় লামিম হোসেন নামের শিশু নিহত হয়েছে।

সদর উপজেলার উকতো গ্রামের মাঝেরপাড়ায় রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চার বছর বয়সী লামিম উকতো গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির কাছে পোলিও টিকা কেন্দ্র থেকে ক্যাপসুল খায় লামিম। বাড়িতে ফেরার সময় দ্রুতগতির বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর