বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাইকে রক্ত দিয়ে ফেরা হলো না বাড়ি  

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ১৮ জুন, ২০২৩ ১২:৫২

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা গেছে।   

ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ভাইকে রক্ত দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ইয়ার হোসেনের বাড়ি মুরাদনগর উপজেলার দেওরা গ্রামে। তিনি মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন’ এর সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যান ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে কসবা উপজেলার খাড়েরা এলাকায় পৌঁছলে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার সঙ্গে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা গেছে।

এ বিভাগের আরো খবর