বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বজ্রপাতে চার জেলায় ৯ প্রাণহানি

  • প্রতিনিধি, সুনামগঞ্জ ও নওগাঁ   
  • ১৭ জুন, ২০২৩ ২১:১১

শনিবার সকালে সুনামগ‌ঞ্জে বজ্রাঘাতে তিনজন নিহত হয়। বিকেলে নওগাঁয় প্রাণ গেছে আরও চারজনের।

বজ্রপাতে একদিনে দেশের দুই জেলায় সাতজন নিহত হয়েছে। শনিবার সকালে সুনামগ‌ঞ্জে বজ্রাঘাতে তিনজন নিহত হয়। বিকেলে নওগাঁয় প্রাণ গেছে আরও চারজনের।

নওগাঁর পত্নীতলা ও পোরশা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ওই চারজন নিহত হন।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ৪৫ বছর বয়সী খাদেমুল ইসলাম, ৩৫ বছর বয়সী মোতাহার হোসেন, দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের ১৯ বছরের মাসুদ রানা ও পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে ৬৫ বছর বয়সী আজিজুল হক।

স্থানীয়দের বরাতে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘নিহত খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন বিকেলে একটি আম বাগানে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আর মাসুদ রানা আম বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।

পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, ‘নিহত আজিজুল হক বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে নিহত হন তিনি।’

সুনামগঞ্জে প্রাণ গেছে তিনজনের

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলায় বজ্রপাতে তিনজন প্রাণ হারিয়েছেন।

শ‌নিবার সকালে ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো তিনজন হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের সে‌লিম মিয়া ও জয়নাল মিয়া এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক।

স্থানীয় বাসিন্দারা জানান, শ‌নিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চল‌তি নদীতে বা‌লি উত্তোলনের কাজ কর‌ছি‌ল শ্রমিকরা। ওই সময় বজ্রপাতে জিনারপুর গ্রামের সে‌লিম মিয়া ও জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ছাড়া দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

সলুকাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমার ইউপিতে দুইজন মারা গেছে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর