বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক হত্যা: গ্রেপ্তার চেয়ারম্যানের ছেলেকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

  • প্রতিনিধি, জামালপুর   
  • ১৭ জুন, ২০২৩ ১৯:২১

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পত্রে ফাহিম ফয়সাল রিফাতকে সাময়িক বহিষ্কার করা হয়।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ।

ফাহিম বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী সাত দিনের মধ্যে সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে ফাহিম ফয়সাল রিফাতের বাবা সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে শনিবার দুপুর পৌনে ১টার দিকে বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাবু চেয়ারম্যানকে প্রধান ও তার ছেলে রিফাতকে ২ নম্বর আসামি করে মামলা করেন। এতে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন নাদিম। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় ১০ থেকে ১২ দুর্বৃত্ত ১৪ জুন রাতে নাদিমের ওপর হামলা চালায়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুর নির্দেশে নাদিমকে হত্যা করা হয় বলে অভিযোগ করে সাংবাদিকের পরিবার।

এ বিভাগের আরো খবর