বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রবাস থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই ছাত্রের নাম মাইনুল ইসলাম। ২৩ বছর বয়সী মাইনুল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের ১৩৪ নম্বর কক্ষে থাকতেন তিনি।
বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, কলেজের মুসলিম হলের পরিত্যক্ত ১৪১ নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। পরে ছাত্ররা ঝুলন্ত মরদেহ দেখে কলেজ কর্তৃপক্ষকে জানালে পুলিশকে খবর দেয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পর মাইনুল নিজ কক্ষ থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার তার লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।
মাইনুলের পরিচিত ছাত্র রায়হান বলেন, ‘মাইনুল প্রেম করতেন। দুই দিন আগে প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়।’
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, ‘পরিত্যক্ত ঘরের টিনের চালার আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার আত্মহত্যা করেন তিনি। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।’