রাজধানীর শ্যামপুরে ডিআইটি প্লটের একটি বাসায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার বিকেলের দিকে ২১ বছর বয়সী সাথী আক্তারকে হত্যার অভিযোগে তার স্বামী ফারুকুর রহমানকে আটক করেছে পুলিশ।
শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমারা খবর পেয়ে বিকেলে দিকে শ্যামপুর থানাধীন ডিআইটি প্লটের ১১৪ নম্বর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়।
শিহাব উদ্দিন বলেন, পরে তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন পারিবারিক কলহের জেরে স্ত্রী সাথীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছেন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলে আসছে। স্বামী ফারুক এর আগেও একটি বিয়ে করেছেন।
তিনি বলেন, বর্তমানে তিনি বেকার, তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুকুর স্ত্রীর গলা চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত হয়।
শিহাব উদ্দিন বলেন, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। তিনি হানিফ হাওলাদারের মেয়ে। এ ঘটনার তদন্ত অব্যাহত আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।