সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান তিনি।
২০ বছর বয়সী ফরিদ উজ জামান রিফাত বাকৃবির ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের এবং ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ কর্মকর্তা দীন মুহাম্মদ দীনু।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিফাত তার বাবাকে ডাক্তার দেখিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নেত্রকোণার পূর্বধলা থানা এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়।
মুহাম্মদ দীনু বলেন, এতে রিফাত ও তার বাবাসহ অটোরিকশায় থাকা আরও দুইজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে রাত ১২টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।