বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কায় ছাত্র নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৬ জুন, ২০২৩ ১২:৩৯

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

সাভারের আশুলিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন।

তার নাম মো. তানজিদ। তিনি সাভার সরকারি কলেজের ছাত্র।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাইপাইল মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

২৪ বছর বয়সী তানজিদের বড় ভাই হৃদয় হাসান বলেন, ‘গতরাতে সে আশুলিয়ার একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে বাসায় ফিরছিল। আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার বিদ্যাবল্লভ গ্রামে। সে সাভারের বাড়ৈই পাড়া মোড়ে মেসে থাকত।’

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর