বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটের ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ বিভিন্ন অঞ্চল

  • প্রতিবেদক, সিলেট   
  • ১৬ জুন, ২০২৩ ১১:১৩

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিলেট থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিট ১১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।  

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সকাল ১০টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

তিনি আরও জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জে। এটি সিলেট, ঢাকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে অনুভূত হতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিলেট থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিট ১১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।

সংস্থাটি আরও জানায়, ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ১০ কিলোমিটার।

সিলেটে টানা বৃষ্টির মধ্যে ভূমিকম্প

সিলেটের গোলাপগপঞ্জ উপজেলার কাছাকাছি স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। জেলায় ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত তিন দিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে ভূমিকম্পে নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে ভূমিকম্পের উৎপত্তি। পরপর দুই দফা কম্পন অনুভুত হয়, তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

কয়েকটি চ্যুতি সক্রিয় থাকায় সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়।

এ বিভাগের আরো খবর