বগুড়ার শাজাহানপুরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় মা ও শিশু সন্তান নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশেকপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন দোলেনা বেগম ও তার ৫ বছর বয়সী মেয়ে আয়েশা। তারা আশেকপুর পশ্চিম পাড়ার রাস্তার ধারে ঝুপড়ি ঘরে বসবাস করতেন।
আহত কার চালক আহনাহ বগুড়া সদরের কালিতলা এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।
কুন্দার হাট হাইওয়ে থানার ওসি আব্বাস জানান, প্রাইভেট কারের চালক আহনাহ রাজশাহী থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। আর দোলেনা বেগম তার শিশু সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারের ধাক্কায় মা ও মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
কারচালক আহনাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, নিহত মা-মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।