‘নির্বাচন সুষ্ঠু হলে আমাকে হারাতে পারবে না। আর যদি বগুড়ার মতো নয়-ছয় হয়, তাহলে তো বুঝতেই পারছেন সেটা হবে ষড়যন্ত্র’- ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) সাংবাদিকদের এ কথা বলেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
হিরো আলম বলেন, ‘গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই বিশ্বাস থেকে প্রার্থী হয়েছি। তবে বরিশাল সিটির মতো নির্বাচন হলে জিততে পারব না।’
১৭ জুলাই এ আসনে ব্যালটের মাধ্যমে ভোট হবে। ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।
ঢাকা-১৭ নির্বাচনের এলিট শ্রেণির কথা বলা হচ্ছে জানিয়ে হিরো আলম বলেন, ‘আপনারা দেখবেন ভোটের দিন কয়টা এলিট ভোট দিতে আসে। চার থেকে পাঁচ হাজার ভোট হবে এলিট শ্রেণির। অথচ বারবার এলিট শ্রেণির কথা বলা হচ্ছে।’
হিরো আলমের পেছনে বিএনপি বা অন্য দল আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রথম থেকে একাই লড়াই, সংগ্রাম করতেছি। আমার পেছনে কেউ নেই।’