ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজন আসামিও আছে।
রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন ডা. শাহজাদী ও ডা. মুন্না।
ওসি জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজন আসামিও আছে।