বগুড়ায় স্ত্রীকে হত্যা করে ২৮ বছর ধরে পলাতক ছিলেন মো. আজাহার আলী। অবশেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
৬০ বছর বয়সী আজাহার আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালুকগাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
১৯৯৩ সালে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করেন তিনি।
ওই সময় জাহানারার মামা আমজাদ হোসেন শিবগঞ্জ থানায় মামলা করেন।
১৯৯৮ সালে আদালত আসামির অনুপস্থিতিতে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগুড়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, মামলার পর গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন আজাহান আলী। পরে ১৯৯৫ সালে জামিন পেয়ে চট্টগ্রামের ফটিকছড়ি চলে যান।
সেখানে বাবার নাম পরিবর্তন করে ওই এলাকায় চা শ্রমিকের কাজ নেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়িতে র্যাব-১২ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে আজাহার আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।