ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মাদ এ আরাফাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানের কাছে এ মনোনয়ন জমা দেন তিনি।
মোহাম্মাদ এ আরাফাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য। এ নির্বাচনে তিনি ছাড়া এখন পর্যন্ত নিবন্ধিত ৫ দলের প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়ার কথা জানিয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয় জমা দেয়ার প্রক্রিয়া চালু করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। যার ফলে এ আসনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দেয়ার প্রতি উদ্বুদ্ব করতে চেয়েছিল সাংবিধানিক সংস্থা। তবে নৌকার প্রার্থী অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পাশপাশি সশরীরে এসে তার মনোনয়নপত্র জমা দেন।
সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষায় ডিগ্রি নিয়েছেন। তিনি যে আসনের প্রার্থী, সেটি ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানী, ক্যান্টমেন্ট ও ভাষানটেক এলাকা নিয়ে।
কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমও এ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
এ আসনে জিএম কাদেরপন্থি প্রার্থী মেজর (অব.) আনিছুর রহমান জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছন। তবে তিনি এখনো মনোনয়নপত্র জমা দেননি। জাতীয় পার্টির রওশনপন্থি প্রার্থী মামুনুর রশীদ। জাকের পার্টির প্রার্থী কাজী রাশেদুল হাসান।
আসনটিতে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রেজাউল ইসলাম স্বপন এবং গণতন্ত্রী পার্টির- অশোক ধর। জাতীয় পার্টি আর গণতন্ত্রী পার্টির প্রার্থী অনলাইনে মনোনয়ন জমা না দিয়ে সশরীরে এসে জমা দেন৷ এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম আজ সশরীরে এসে মনোনয়ন জমা দেন।
এর আগে ঢাকা-১৭ আসনের এমপি ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান। যিনি ফারুক নামে বেশি জনপ্রিয়। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৫ মে মারা যান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন এবং ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এই উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে।
সংসদের কোনো আসন শূন্য হলে ৯০দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল।
এদিকে চলতি বছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারির শুরুতে দ্বাদশ ভোট করতে চায় ইসি। যার ফলে সংসদ নির্বাচনের মাত্র ৬ থেকে ৭ মাস আগেই এ আসনে ভোট করতে হচ্ছে ইসিকে।
২০১৮ সালে চিত্রনায়ক ফারুক নির্বাচিত হওয়ার আগে এ আসনে ২০১৪ সালে বিএনপি জোটের বর্জনের মধ্যে সাংসদ নির্বাচিত হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যন এস এম আবুল কালাম আজাদ। তার আগে ২০০৮ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন এ আসনে।