বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনা সিটিতেও নৌকার জয়

  • প্রতিনিধি, খুলনা   
  • ১২ জুন, ২০২৩ ১৭:৩০

কেসিসির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩টি, অর্থাৎ মোট ভোটারের ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট দিয়েছেন।

বরিশালের পর খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনেও বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। জোরালো প্রতিদ্বন্দ্বিতা না হলেও অন্যান্য প্রার্থীরাও পেয়েছেন বিপুল সংখ্যক ভোট।

সোমবার রাত পৌনে নয়টার দিকে খুলনা শিল্পকলার মিলনায়তনে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ০৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

কেসিসির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩টি, অর্থাৎ মোট ভোটারের ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট দিয়েছেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩১ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

এ বিভাগের আরো খবর