বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদা জিয়া সুস্থ হলেই যেতে হবে জেলে: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ জুন, ২০২৩ ১৭:২৩

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি এখন বলেন তিনি সুস্থ, তাহলে তাকে বাকি সাজা খাটার জন্য জেলে যেতে হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হলেই তাকে বাকি সাজা খাটার জন্য জেলে যেতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি এখন বলেন তিনি সুস্থ, তাহলে তাকে বাকি সাজা খাটার জন্য জেলে যেতে হবে।’

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায়ে দোষী সাব্যস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না জামায়াত দোষী। জামায়াতের বিচার প্রক্রিয়া শুরু হবে উল্লেখ করে আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করে আসছি সেইখান থেকে যে তথ্য উপাত্তে দেখা গেছে জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে বিচার করার যথেষ্ট তথ্য উপাত্ত রয়েছে। কিন্তু বিচার করার পরেই এটাকে বলা যাবে দোষী কী নির্দোষ।

আমেরিকার ভিসা নীতির মধ্যে দেশের বিচার বিভাগকেও স্পর্শ করেছে এই ক্ষেত্রে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, একটা কথা পরিষ্কার বলতে চাই। এই ভিসা নীতি যার বিরুদ্ধেই ব্যবহার করা হোক না কেন। যেহেতু এটা বাংলাদেশের ব্যাপারে দেওয়া হয়েছে। সেটা সরকারি দল বা বিরোধী দল হোক। আমেরিকার এই সিদ্ধান্তে আমরা অপমানিত হয়েছি। এই ভিসা নীতিতে আমরা বিচলিত না।

তিনি বলেন, এটা তারা যদি সুষ্ঠভাবে প্রয়োগ করেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা যদি মাত্র একটা দলের বিরুদ্ধে ব্যবহার করেন তাহলে আমাদের এই বিষয়ে আপত্তি আছে। এইখানে বিচার বিভাগকে কেন টেনে আনা হলো সেই বিষয়টা স্পষ্টকরণের জন্য বলেছি।

আয়োজক সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সম্পাদক আহমেদ সরোয়ারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ল’ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক এসএম নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান।

এ বিভাগের আরো খবর