বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামাক থেকে সরকারের যে আয়, তারও বেশি ব্যয় চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ জুন, ২০২৩ ১৬:৪০

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে আগামী ২০৪০ সালের মধ্যেই দেশ থেকে তামাক পুরোপুরি নির্মূল করতে হবে। দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭০ শতাংশই ঘটে অসংক্রমক রোগের কারণে। আর এই অসংক্রামক রোগের অন্যতম একটি বাহক হচ্ছে তামাক। তাই এই তামাক নিয়ে যারা কাজ করবে, আমরা তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখব না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তামাক থেকে যে রাজস্ব সরকার পায় তার থেকে বেশি ক্ষতি চিকিৎসা ব্যয়সহ অন্যান্য ব্যয় মেটাতেই হয়ে যায়। প্রতি বছর তামাকের কারণে দেড় লাখ মানুষ মারা যাচ্ছে।

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যে গত ৩১ মে এ দিবস পালন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যে কোনো মূল্যে আগামী ২০৪০ সালের মধ্যেই দেশ থেকে তামাক পুরোপুরি নির্মূল করতে হবে। দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭০ শতাংশই ঘটে অসংক্রমক রোগের কারণে। আর এই অসংক্রামক রোগের অন্যতম একটি বাহক হচ্ছে তামাক। তাই এই তামাক নিয়ে যারা কাজ করবে, আমরা তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখব না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) সাইদুর রহমান, এনটিসিসির সমন্বয়কারী ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, সংসদীয় কমিটির প্রতিনিধি সংসদ সদস্য হাবিবে মিল্লাত, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বার্দান জং রানাসহ অনেকে।

এ বিভাগের আরো খবর