বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কীর্তনখোলায় লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড

  • প্রতিবেদক, বরিশাল   
  • ১০ জুন, ২০২৩ ২৩:৩০

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটলে পারাবত ল‌ঞ্চের যাত্রীদের ঢাকায় পরিবহনে প্রিন্স আওলাদ ১০ লঞ্চ ঘটনাস্থ‌লে যাচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন।

ব‌রিশা‌লের কীর্তন‌খোলা নদী‌তে ঢাকাগামী যাত্রীবা‌হী পারাবত ১১ ল‌ঞ্চের ধাক্কায় বালুবা‌হী বাল্কহেড ডু‌বির ঘটনা ঘটেছে। এতে ল‌ঞ্চটির তলা ফে‌টে গেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চটিকে সদর উপ‌জেলার চরবা‌ড়িয়ায় নোঙর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত সদর নৌ থানার ওসি আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পারাবত ১১ লঞ্চের যাত্রী পুলক ও তারেক বলেন, ‘বরিশাল নদীবন্দর থেকে রাত ৯টায় ছেড়ে আসার পরে লামছড়ি এলাকায় একটি বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। ধাক্কায় কার্গোটি সঙ্গে সঙ্গে ডুবে যায়।

‘আমরা তিনজনকে নদী সাঁতরে উপরে উঠতে দেখেছি। তবে তারা কার্গোর নাকি লঞ্চের যাত্রী, তা বলতে পারছি না।’

তারা আরও বলেন, ‘লঞ্চটি আর ঢাকার উদ্দেশে যাত্র করবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে যাত্রীরা অন্যান্য নৌ-যানের মাধ্যমে তীরে ফিরছেন।’

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন বলেন, ‘কেউ নিখোঁজ বা হতাহত হয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।

পারাবত ল‌ঞ্চের যাত্রীদের ঢাকায় পরিবহনে প্রিন্স আওলাদ ১০ লঞ্চ ঘটনাস্থ‌লে যাচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর