বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস, নাশকতা, বিশৃঙ্খলা, হামলায় বিশ্বাস করে না বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শুরুতে এ দাবি করলেও দলের নেতাদের মুক্তির দাবিতে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য শেষ করেছেন জামায়াতের এই নেতা।
শনিবার তিন দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম পরিপূর্ণভাবে শান্তি ও সমাধানের জীবন বিধান। আমরা সেই আলোকেই নিজেদেরকে গড়ে তুলি; সেভাবেই দলকে, কর্মীদেরকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের ডিকশনারিতে নাশকতার কোনো স্থান নেই।’
জামায়াতকে দেশের তৃতীয় বৃহত্তম ‘সুশৃঙ্খল আইডোলজি বেইজড’ ইসলামী দল বলে দাবি করেন তিনি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘সংবিধানের ভিত্তিতে দেশ চলবে। সংবিধান প্রয়োজনে সংশোধন হবে। পরিবর্তিত সংবিধানের ভেতর দিয়েই সমস্যার সমাধান করতে হবে। অবাধ ও সুষ্ঠ নির্বাচন ওনারাই (ক্ষমতাসীন আওয়ামী লীগ) বেশি চান। আমরাও চাই। তাহলে অসুবিধা কোথায়?’
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় থেকে কেন নির্বাচন করতে চান? তাহলে তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। আপনারা সরে যান, আমরাও থাকব না। মাঝখানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট (তত্ত্বাবধায়ক সরকার) হবে, যেটা নিরপেক্ষ। নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষ সরকার।
‘নিরপেক্ষ নির্বাচন যদি চান, তাহলে আসুন আমরা সকলে মিলে কীভাবে নিরপেক্ষ নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা করি। আমার বিশ্বাস তাতে সমস্যার সমাধান হবে।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘এবার আমাদের নির্বাচন হবে একমাত্র কেয়ারটেকার, কেয়ারটেকার, কেয়ারটেকার সরকারের মাধ্যমেই। সে দাবি আদায় করার জন্য যে আন্দোলন করা দরকার, তা আমরা করব।’
আটক জামায়াত নেতাদের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, ‘আমাদের নেতৃবৃন্দকে আটকে রাখা হয়েছে। আমরা তাদের মুক্তি চাই না, আমরা চাই মুক্ত করে নিতে। আপনারা যদি সহসা এই অন্যায় থেকে বিরত থেকে নেতাদের মুক্তি দেন তাহলে আলহামদুলিল্লাহ্। নাহলে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
সমাবেশে জামায়াতের পূর্বঘোষিত ১০ দফা দাবি আবারও উত্থাপন করেন জামায়াত নেতারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ দলটির নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াত।