বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতন্ত্র বিকাশ মঞ্চ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ জুন, ২০২৩ ২০:৪২

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘অস্থির ও সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে আছে।’

বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে রাজনৈতিক জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’-এর সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ আত্মপ্রকাশ করেছিল একটি লক্ষ্য নিয়ে। তা হচ্ছে দেশে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করা। জোট সেই লক্ষ্যেই কাজ করছে।’

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি ভিসা নীতি ঘোষণা করেছে। বাংলার মেহনতি মানুষের জন্য এই ভিসা নীতি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরাই এ নিয়ে আতঙ্কিত।’

তিনি বলেন, ‘অস্থির ও সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে আছে।

‘আমাদেরও প্রত্যাশা নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে গণতন্ত্র বিকাশ মঞ্চ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- এনপিপি’র সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাই মণ্ডল, মহাসচিব ইদ্রিস চৌধুরী, জাগপা সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, আশা সিদ্দিকা, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ ও বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্ট সভাপতি মাওলানা মুফতি মো. শাহাদাৎ হুসাইন।

আরও বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশর (ডিপিবি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপ ভাসানীর মহাসচিব মো. জহিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির সভাপতি আবুল কালাম জুয়েল, ন্যাশনাল পিপলস ওলামা পার্টির সভাপতি মাওলানা মুহাম্মদ লোকমান সাইফী প্রমুখ।

এ বিভাগের আরো খবর