মানিকছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মানিকছড়ি থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
খাগড়াছড়ির মানিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ির গাড়িটানা এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক ৩৫ বছর বয়সী বাছা মিয়া ও ৪৫ বছর বয়সী আম ব্যবসায়ী মো. মোতালেব।
মানিকছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক আসা চট্টগ্রামের হাটহাজারীগামী একটি আমবোঝাই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাছা মিয়া ও মো. মোতালেব নিহত হন।
তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মানিকছড়ি থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।