রাজধানীর গুলিস্তানে বিদ্যুৎস্পৃষ্টে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
গুলিস্তান হল মার্কেটের নিচে শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৭ বছর বয়সী পিয়াস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজ্জাকপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সে সিদ্দিক বাজারের একটি মেসে থাকত।
পিয়াসকে হাসপাতালে নিয়ে আসা দোকান মালিক আলামিন বলেন, ‘গুলিস্তান হল মার্কেটের নিচে ফুটপাতে আমার গেঞ্জির দোকান। বৃষ্টি হওয়ায় দোকানের ওপর দিয়ে রাখা পলিথিনে পানি জমেছিল। সেই পলিথিন খুলতে গেলে বিদ্যুতের তারে হাত লেগে পিয়াস বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পল্টন থানাকে জানানো হয়েছে।