বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমাবেশের অনুমতি পাওয়ার দাবি জামায়াতের, ডিএমপির ভিন্ন কথা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ জুন, ২০২৩ ০০:২৪

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমনের দাবি, শনিবার বেলা ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে ডিএমপি কমিশনার বললেন, এখনও অনুমতি দেয়া হয়নি। শনিবার সিদ্ধান্ত জানানো হবে।

শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি মিলেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জামায়াতের এই দাবি নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, এখনও অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, শনিবার বেলা ২টায় তাদেরকে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

জামায়াত ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে কিনা জানতে চাইলে শুক্রবার রাত ১১টা ৫৭ মিনিটে ডিএমপি কমিশনার নিউজবাংলাকে বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা সকালে জানাবো।’

সমাবেশের অনুমতি দেয়া হয়েছে- জামায়াতের এমন দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা আন্দাজ করে নিয়েছে আর কি।’

তাহলে আপনারা কি তাদের সমাবেশের অনুমতি দেননি- প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা তাদেরকে সকালে জানাব। অনুমতি দেব কিনা সেটা সকালে জানানো হবে।’

ডিএমপি কমিশনার এর আগে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামী রাজধানীতে সমাবেশ আয়োজনের অনুমতি পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত আজ (শুক্রবার) রাতে অথবা শনিবার সকালে জানানো হবে।’

রাজধানীর ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরে পুলিশের জনসচেতনতামূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনীতে যোগদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন যে জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশকে নানাভাবে নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।

‘জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা আগামীকাল (শনিবার) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কিনা। আমরা তথ্য পেয়েছি।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আজ (শুক্রবার) রাতে আমার সহকর্মীদের নিয়ে বসব। যদি তাদের সমাবেশের অনুমতি দেই তাহলে সেটা কিভাবে দিতে হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে- এসব বিষয় পর্যালোচনা করে রাতেই সিদ্ধান্ত জানানো হবে। তা না হলে আগামীকাল (শনিবার) সকালে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন রাত সাড়ে ৮টার দিকে জানান, শনিবারের প্রোগ্রামের ব্যাপারে ডিএমপি থেকে এখনও আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়নি। তবে তারা বিষয়টি পজিটিভলি দেখছে। কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

এ বিভাগের আরো খবর