বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংলাপের আশার প্রদীপ এখনও নেভেনি: কাদের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ জুন, ২০২৩ ২৩:৪৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আশার প্রদীপ কোনো দিনও নেভে না। তবে আজ যে সংলাপের কথা বলা হচ্ছে তা নিয়ে আপাতত আমরা ভাবছি না। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারব। এই মুহূর্তে বিষয়টি আমাদের ভাবনায় নেই।’

আওয়ামী লীগ আপাতত কোনো সংলাপ নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেছেন, ‘সংলাপের আশার প্রদীপ এখনও নেভেনি।’

শুক্রবার রাতে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আশার প্রদীপ কোনো দিনও নেভে না। কিন্তু আজ যে সংলাপের কথা বলা হচ্ছে তা নিয়ে আপাতত আমরা ভাবছি না। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারব। এই মুহূর্তে বিষয়টি আমাদের ভাবনায় নেই।’

যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতিতে বিএনপি ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তারা (বিএনপি) বার বার একই কথা বলে। বিগত নির্বাচনেও তারা বার বার একই কথা বলেছে। পানি ঘোলা করে নির্বাচনে আসেনি। এবার কী হবে জানি না।

‘নির্বাচন ছাড়া তাদের আগুন-সন্ত্রাস তৎপরতা, নির্বাচনে বাধা দেয়ার ইচ্ছা থাকতে পারে। তবে তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে নিজেরাই ভিসা নীতির ফাঁদে পড়েছে। এসব আগুন-সন্ত্রাস, নির্বাচনে বাধা দেয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নিয়ম নীতির আওতায় পড়ে। এটা শোনার পরে তাদের মুখ শুকিয়ে গেছে। যদিও মুখে বলছে না।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেদের মধ্যে নেগেটিভ মনোভাব পোষণ করছে। তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ- এই তিনটি না হলে তারা নির্বাচনে আসবে না।

‘আমরা বলছি- এই তিনটি বিষয় কোন কারণে? সরকার কেন পদত্যাগ করবে? কোন কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? কোন কারণে তত্ত্বাবধায়ক সরকার?’

তিনি বলেন, ‘তারা বার বার বলছে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে। বাদ দিয়েছে উচ্চ আদালত, আওয়ামী লীগ না। সেই তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু। এটাকে নতুন করে জীবিত করব কেন? এটা তো আমাদের কোনো প্রয়োজন নেই। পৃথিবীর অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে কেন হবে না? আমাদের সংবিধান আছে।’

প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী কী কারণে পদত্যাগ করবেন? সংসদের সদস্যরা কি তাকে চান না? পার্লামেন্টে যদি তিনি মেজরিটি হারান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন। এছাড়া অন্য কোনো কারণ নেই।’

এ বিভাগের আরো খবর