নাটোর সদর হাসপাতালে এক নারী নার্সের ছদ্মবেশে নবজাতক শিশু চুরি করে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ওই ঘটনা ঘটে।
শিশুটির বাবা মাহফুজুর রহমান নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকে একই উপজেলার খাজুরা ইউনিয়ন শাখার ম্যানেজার পদে কর্মরত।
সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে মহিষডাঙ্গা গ্রামের গৃহবধু হাসনাহেনাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে নার্সের পোশাক পরা এক নারী এসে চিকিৎসকের কাছে নেয়ার কথা বলে শিশুটিকে দাদি খাইরুন নাহারের কোল থেকে নিয়ে যান।
পরে দীর্ঘ সময়েও নার্স ফিরে না আসায় স্বজনরা খোঁজ শুরু করেন।
ওসি আরও জানান, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এটা সংঘবদ্ধ চোর চক্রের পরিকল্পিত কাজ।
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ অধিকারী বলেন, ‘শিশু চুরির ঘটনা জানার পর পুলিশকে জানাই। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়েছে।’