বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদকের জন্য টাকা না পেয়ে ছেলের ঢিল, গেল মায়ের প্রাণ

  • প্রতিনিধি, নওগাঁ   
  • ৯ জুন, ২০২৩ ১২:৩৪

সাপাহার থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে মরদেহ থানায় নিয়ে আসার পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তা নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁর সাপাহারে মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পাওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে তার মাকে ঢিল ছুড়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এড়েন্দা মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ৪০ বছর বয়সী সুদাশন চন্দ্র রবিদাস এই গ্রামের মৃত অনীল চন্দ্র রবিদাসের ছেলে। সুদাশনের মা মারা যাওয়া শ্রীমতি ময়ের রাণীর বয়স ৬০ বছর।

স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানিয়েছে, সুদাশন বৃদ্ধা মায়ের কাছে মাদক সেবনের জন্য ৫০০ টাকা চেয়েছিলেন। কিন্তু মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করেন তার মা শ্রীমতি ময়ের রাণী। এতে ক্ষিপ্ত অবস্থায় ঝাড়ু দিয়ে মাকে পেটাতে থাকেন মাদকাসক্ত ছেলে সুদাশন।

তার মা পালাতে গেলে তখন সুদাশন মাকে ঢিল ছুড়ে মারেন। এতে ঢিলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা মা। এক পর্যায়ে এলাকাবাসী বারান্দায় শুয়ে রেখে তার মাথায় পানি ঢালতে থাকলে সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুর ঘটনা বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে যান সুদাশন।

সাপাহার থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে মরদেহ থানায় নিয়ে আসার পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তা নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর