বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামীর বিরুদ্ধে মেটলাইফ ইন্স্যুরেন্সের কর্মীকে কুপিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ জুন, ২০২৩ ১২:২২

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক নিউজবাংলাকে জানান, নিনার শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি তাতে ক্ষতচিহ্ন ছিল। তার স্বামীর তাড়াহুড়া দেখে চিকিৎসকের সন্দেহ হয়। পরে হাসপাতাল থেকে থানায় ফোন করলে পুলিশ এসে বার্ন ইনস্টিটিউট থেকে স্বামীকে আটক করে।

রাজধানীর রামপুরার হাজীপাড়ার বিসমিল্লাহ টাওয়ারে নিনা খান (৪৩) নামের নারীকে তার স্বামী কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মেটলাইফ বাংলাদেশ নামের ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী নিনাকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান তার স্বামী গিয়াস উদ্দিন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক নিউজবাংলাকে জানান, নিনার শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি তাতে ক্ষতচিহ্ন ছিল। তার স্বামীর তাড়াহুড়া দেখে চিকিৎসকের সন্দেহ হয়। পরে হাসপাতাল থেকে থানায় ফোন করলে পুলিশ এসে বার্ন ইনস্টিটিউট থেকে স্বামীকে আটক করে।

ইন্স্যুরেন্স কর্মীর ভাই শওকত হোসেন খান বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এসে দেখি, আমার বোনের পোড়া ও ক্ষতচিহ্ন নিয়ে নিথর দেহ পড়ে আছে বিছানায়।’

তিনি বলেন, ‘আমরা যা শুনেছি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এসে দেখি সব উল্টো। যদি আমার বোন পুড়ে থাকে, তাহলে তার দেহতে ধারালো অস্ত্রের ক্ষত হলো কীভাবে? এটা দুর্ঘটনা নয়, আমার বোনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।’

কান্নাজড়িত কণ্ঠে শওকত বলেন, ‘আপনাদের লেখনীর মাধ্যমে আমার বোনের হত্যার বিচার চাই।’

তিনি জানান, তার বোন ও ভগ্নিপতি উভয়ই মগবাজার এলাকায় মেটলাইফ বাংলাদেশে কাজ করেন। তাদের (নিনা) গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিনার মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর