চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ব তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ধারণা, অতিরিক্ত গরমে জ্ঞান হারিয়ে ক্রেন থেকে পড়ে ওই ক্রেন চাপাতেই পিষ্ট হন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ইস্টার্ন রিফাইনারি এলাকার ভেতর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী মো. জসীম নগরীর বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মুনমুন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের অধীনে ইস্টার্ন রিফাইনারিতে নৈমিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টর্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশান এন্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ।
তিনি বলেন , দুপুরে কাজ শেষে ক্রেনে করেই ক্রেন চালকসহ উনি কর্মস্থল থেকে ওয়ার্কশপের দিকে যাচ্ছিলেন। তিনি প্রজেক্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, সেখান থেকে ওয়ার্কশপের দিকে ৪০০ মিটারের মত যাওয়ার পর অসাবধানতাবশত নিচে পড়ে ক্রেনের চাকায় পিষ্ট হন।
এ কে এম নঈমুল্লাহ বলেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেখানে রোদ ছিল প্রচণ্ড, হয়তো রোধে সংজ্ঞা হারিয়েছিলেন তিনি। আর সংজ্ঞা হারিয়ে নিচে পড়ার সাথে সাথেই ক্রেন চাপায় তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন।