ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজকে উঠে পড়েছে, এতে আহত হয়েছেন ওই বাসের ১৪ যাত্রী।
দক্ষিণ কেরানীগঞ্জের কুচিয়া মাড়া টোল প্লাজায় বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
তারা হলেন ৫৭ বছরের তৃষ্ণা মন্ডল, ২৬ বছরের ঐশী মন্ডল, ৬৮ বছরের তোফাজ্জল হক, ৬৫ বছরের ফরিদা বেগম, ৪৫ বছরের রিপন মিয়া, ২৬ বছরের মনির হোসেন ও ২০ বছরের আসিফ হোসেন।
আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসা কুচিয়ামারা টোল প্লাজার স্টাফ ওসমান গনি জানান, বিকেলে বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দক্ষিণ কেরানীগঞ্জের এক্সপ্রেসওয়ে কুচিয়ামারা টোল প্লাজার সামনে আসামাত্র ডিভাইডারের উপর উঠে পড়ে। এতে ১৪ জন যাত্রী আহত হন। আমরা সাতজনকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মহম্মদ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।
তিনি বলেন, আহতদের অধিকাংশের মাথা, পা ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।