প্রথমবারের মতো পর্যটক বাস পেতে যাচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকত ও নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে এ পর্যটক বাস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় নতুন এই পর্যটক বাসের ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আগামী ১০ জুন পর্যটকদের জন্য নতুন এই বাস সেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
প্রাথমিক পর্যায়ে বিআরটিসির দুটি দ্বিতল বাসকে পর্যটক বাস হিসেবে তৈরি করা হচ্ছে। এরমধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর টাইগারপাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলাচল করবে পর্যটক বাস দুটি। ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার ও শনিবার চারবার চলাচলের কথা রয়েছে। তবে ছুটির দিনের বাইরে রোববার থেকে বৃহস্পতিবার দিনে দুইবার টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসা-যাওয়া করবে নতুন এই পরিবহন।
প্রতিদিন বিকেল ৩টা ও ৪ টায় নগরীর টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮ টায় শহরে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকেলের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস। প্রতি শুক্রবার সকাল ৯টায় টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করে দুপুর ১২টায় একই বাসে ফেরা যাবে শহরে।
অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় দুবার টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটক বাস। বাস দুটো পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগার পাসের উদ্দেশে ফিরতি যাত্রা করবে দুপুর ১২টা ও দুপুর ১ একটায়।
প্রতিটা বাসে চালকের সহকারী থেকে টিকেট সংগ্রহ করে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন যে কেউ। নাগালের মধ্যেই রাখা হয়েছে পর্যটক বাসের ভাড়া। শহরের অন্যান্য গণপরিবহনের মতো যেখানে সেখানে ওঠানামা করতে পারবেননা এই বাসের যাত্রীরা। তবে টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার ক্ষেত্রে নগরীর জিইসি মোড় ও ২ নম্বর গেইট এলাকা থেকেও তাৎক্ষণিক টিকেট কেটে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন।
চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. আবু রায়হান দোলন বলেন, ‘টিকেটের জন্য এখনও কোনো কাউন্টার রাখা হয়নি। সরাসরি চালকের সহকারীর কাছে টিকেট পাওয়া যাবে। সমুদ্র সৈকতে যাওয়ার সময় জিইসি ও ২ নম্বর গেইট এলাকা থেকেও চাইলে পর্যটকরা টিকেট কেটে বাসে ওঠতে পারবেন। তবে গণপরিবহনের মতো যেখানে-সেখানে নামতে পারবে না কেউ।’
এই বাসে টাইগার পাস থেকে সরাসরি পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে একজন পর্যটকের খরচ হবে ৭০ টাকা। তবে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগার পাসে ফেরা যাবে অর্ধেকেরও কম ভাড়ায়। পতেঙ্গা থেকে টাইগার পাসে ফিরতি টিকেটের মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা।
টাইগার পাস থেকে ডিসি পার্ক যাওয়ার টিকেটের মূল্য রাখা হয়েছে ৪০ টাকা। ডিসি পার্ক থেকে টাইগার পাসে ফেরাও যাবে সমমূল্যের টিকেটে। মাত্র ৩০ টাকার টিকেটে ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন পর্যটকরা। তবে ফিরতি পথে পর্যটকদের গুণতে হবে ৭০ টাকা।
বন্দরনগরী চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে পর্যটকদের আকৃষ্ট করতেই এমন উদ্যোগের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জামসেদ আলম রানা বলেন, ‘আপাতত দুটো বাস দিয়ে এটা শুরু করা হচ্ছে। তবে পর্যটকদের সাড়া পাওয়া গেলে বাস সংখ্যা আরও বাড়ানো হবে। আগামী ১০ জুন সকাল ১০টায় সার্কিট হাউজে উদ্বোধনী অনুষ্ঠান ও দুপুর ১২টায় পতেঙ্গা সমুদ্র সৈকতে বাস চলাচলের উদ্বোধন হবে।’
পরবর্তীতে বাসের সংখ্যা বাড়লে টিকেট কাউন্টার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. আবু রায়হান দোলন।